শর্ট কোড ডায়াল করে প্রোমোশনাল বা নানা প্রতিষ্ঠানের বিরক্তিকর বিজ্ঞাপনভিত্তিক মেসেজ বন্ধ করতে পারবেন মোবাইল গ্রাহকেরা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, এখন থেকে চার মোবাইল অপারেটরের গ্রাহকেরা শর্টকোড ডায়াল করে এই সুবিধা নিতে পারবেন।
এর জন্য গ্রামীণফোন গ্রাহকদের *১২১*১১০১#, বাংলালিংক গ্রাহকদের *১২১*৮*৬# এবং রবি ও এয়ারটেল গ্রাহকদের *৭# ডায়াল করতে হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com