সম্প্রতি বাংলাদেশ পাসপোর্টে যে পরিবর্তন এসেছে তা ইসরাইলের উপর ভ্রমন নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে বলে ধরে নিয়ে টুইটারে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয় স্বাগত জানিয়েছে। টুইটটি বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রণালয় এর নজরে এসেছে।
বাংলাদেশ পাসপোর্টে পরিবর্তন এনেছে তার নতুন ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতে । এতে মধ্যপ্রাচ্যের পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।
বাংলাদেশ পাসপোর্ট বহনকারীদের জন্য ইসরাইলে ভ্রমন নিষেধাজ্ঞা পুর্বের মতোই বহাল থাকছে।
ইসরাইল এর ব্যাপারে বাংলাদেশের অবস্তান পূর্বের মতোই আছে।
বাংলাদেশ সরকার গাজা এবং আল-আকসা মসজিদে সাধারন মানুষদের উপর ইসরাইলি দখলদার বাহিনীর হামলাকে নিন্দা জানিয়েছে।
জাতিসংঘের করা দ্বিরাষ্ট্রনিতী এবং ১৯৬৭ এর সীমানা আইন এর বাস্তবায়ন এবং পুর্ব জেরুজালেমই ফিলিস্তিন এর রাজধানী , এই ব্যাপারে বাংলাদেশের অবস্তান পুর্বের মতোই আছে। "
সুত্র: Ministry of Foreign Affairs,Bangladesh
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com