জীবাণুঘটিত মহামারি ঠেকাতে বৈশ্বিক, আঞ্চলিক ও জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণে ৭ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল লিডার্স গ্রুপের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রযুক্তি হস্তান্তর ও মালিকানা ভাগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিশ্বনেতাদের সমন্বয়ে গঠিত গ্লোবাল লিডার্স গ্রুপের ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্টেন্স’ শীর্ষক বৈঠকে যুক্ত হন কো-চেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভয়াবহতা বিবেচনায় এরই মধ্যে মানব ও প্রাণী স্বাস্থ্য সুরক্ষায় দীর্ঘমেয়াদী জাতীয় কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে বাংলাদেশ। এন্টিবায়োটিক উৎপাদন প্রযুক্তি, বিপণন ও ব্যবহারে সাশ্রয়ী ও উন্মুক্ত নীতি গ্রহণের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com