ঢালিউডের আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীকে নিয়ে নিজের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তপু খান।
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। ‘লিডার- আমি বাংলাদেশ’ শিরোনামের সিনেমাটি প্রযোজনা করছেন সৈয়দ আশিক রহমান।
চলতি বছর ১৮ ফেব্রুয়ারি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব-বুবলী। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে এ জুটির ১১তম সিনেমা। শুক্রবার নেট দুনিয়ায় প্রকাশ হয়েছে সিনেমার ফার্স্ট লুক।
প্রকাশিত লুকে প্রতিবাদী শাকিব খানকে দেখা গেছে তার কপালে এবং হাতে কাটা দাগ। নতুন লুকে ভক্তদের মাত করেছেন শাকিব খান। ফার্স্ট লুকের কমেন্টস ঘর থেকেই তার আন্দাজ পাওয়া যাচ্ছে। শাকিব খানের এ লুকের প্রশংসা করেছেন শাকিবিয়ানরা।
ফার্স্ট লুকে শাকিব খানকে দেখা গেলেও অনুপস্থিত বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ৭ মে থেকে সিনেমার শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা শুরু করা সম্ভব হয়নি। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন, করোনা পরিস্থিতি কিছু স্বাভাবিক হলেই শুরু হবে শুটিং।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com