বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তিন জনের মৃত্যু হয়েছে।
ডেইলি স্টারের এক প্রতিবেদনে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বরাতে জানানো হয়েছে, শনিবার (১৫ মে) ভোর তিনটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় একটি সমুদ্রসৈকত থেকে দেশটির রাজধানী মানামাতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের ভেতর দুইজনের পরিচয় জানা গেছে, তারা হলেন- শরিয়তপুরের জাজিরা উপজেলার সুজন মাতব্বর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কেএম রুহুল রাব্বি। নিহত অপরজনের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলায় মো. রুবেল নামে একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ঈদের ছুটি উদযাপন শেষে বাড়ি ফিরছিলেন তারা। বর্তমানে মরদেহগুলো স্থানীয় সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।
এরআগে গত বৃহস্পতিবার কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রিমিয়াম সুইটসের কর্ণধারসহ তিন বাংলাদেশি নিহত হন।