বিপুলায়তন হিমশৈল ভেঙে বেরিয়ে এল আন্টার্টিকায়। এটি আকারে বিশাল বড়, প্রায় ৪ হাজার ৩২০ বর্গ কিলোমিটার। ভারতের রাজধানী দিল্লির থেকে যা তিনগুণ বড়। বিজ্ঞানীরা মনে করছেন, দূষণের প্রভাবেই এই ভাবে হিমশৈলটি ভেঙে বেরিয়ে এসেছে ‘আইস শেল্ফ’- থেকে।
উপগ্রহ চিত্র ও বিমান থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, রনি আইস শেল্ফের পশ্চিমপ্রান্ত থেকে এ-৭৬ নামে এই হিমশৈলটি ভেঙে বেরিয়ে এসেছে। এটি এতদিন ওয়েডেল সাগরের উপরে ভাসমান অবস্থাতেই ছিল। কিন্তু ছিল মূল আইস শেল্ফের অংশ হিসাবে। কিন্তু হঠাৎই সেটি ভেঙে বেরিয়ে এসেছে। আপাতত এটিই পৃথিবীর সর্ববৃহৎ হিমশৈল, যেটি ওয়েডেল সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এ-২৩এ, যেটি আয়তন ৩৩৮০ বর্গ কিলোমিটার।
বিজ্ঞানীরা বলছেন, আন্টার্টিকার বরফের রাজ্য গোটা পৃথিবীর তুলনায় অনেক দ্রুত উষ্ণ হচ্ছে। সেই কারণেই ওয়েডেল সাগরে এত পরিমাণ হিমশৈল নজরে পড়ছে। তবে এটির কারণে এখনই সমুদ্রে জলস্তর বৃদ্ধির তেমন কোনও আশঙ্কা নেই, কারণ ইতিমধ্যেই এটি ভাসমান অবস্থায় ছিল। সেই কারণে এখনও বড়সড় আশঙ্কার কোনও কারণ নেই।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com