ঈদযাত্রায় ২৪০টি সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন নিহত ও ৪৪৭ জন আহত হয়েছেন। গত ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত গত ১৫ দিনে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। একই সময়ে রেলপথে নয়টি দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়, আহত হন পাঁচ জন। নৌ-পথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত, ৩৬ জন আহত ও ২১ জন নিখোঁজ হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, মোট সংঘটিত দুর্ঘটনার ৩৩ দশমিক ৩৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪৩ দশমিক ৩৩ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮ দশমিক ৩৩ শতাংশ ফিডার রোডে ও শূন্য দশমিক ৮৩ শতাংশ রেল ক্রসিংয়ে এ সংঘটিত হয়েছে। এ ছাড়া, সারাদেশে সংঘটিত মোট দুর্ঘটনার তিন দশমিক ৩৩ শতাংশ ঢাকা মহানগরীতে ও শূন্য দশমিক ৮৩ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনা কবলিত মোট যানবাহনের মধ্যে ২৮ দশমিক ৪৮ শতাংশ মোটরসাইকেল, ২৮ দশমিক ৭৮ শতাংশ ট্রাক-পিকআপ ভ্যান জাতীয় যান, সাত দশমিক ৪১ শতাংশ কার-মাইক্রোবাস, আট দশমিক ৬০ শতাংশ তিন চাকার যান, ১০ দশমিক ৩৮ শতাংশ অটোরিকশা, সাত দশমিক ৭১ শতাংশ ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক ও আট দশমিক ৬০ শতাংশ বাস।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com