ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের জয়কে ‘অঘটন’ আখ্যা ভারতীয় গণমাধ্যমের

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৫, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই জয়ে বাংলাদেশ দলের প্রশংসা করছে বিশ্বক্রিকেট। অথচ ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এই জয় দেখল ‘অঘটন’ হিসেবে!

অস্ট্রেলিয়া ক্রিকেটে শক্তিধর দেশ হলেও বাংলাদেশের উইকেটে খেই হারিয়েছে। দুই ম্যাচেই অসিদের ১২৫ রানের কমে বেঁধে রাখেন বাংলাদেশের বোলাররা। ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। অথচ কলকাতার আনন্দবাজার পত্রিকা লিখেছে— ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’।

এভাবেই বাংলাদেশের এই জয়কে খাটো করা হয়েছে ‘অঘটন’ শব্দ জুড়ে দিয়ে। অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচ দলের একটি, সেই দলের বিপক্ষে বাংলাদেশের এমন জয়ে বিস্মিত ভারতের ক্রীড়া সাংবাদিকরা ।

আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সন থেকে

এব্যপারে ক্রিকেট প্রেমিক ও খেলা বিশেষজ্ঞরা তাদের এই আচরণকে নিম্ন মানসিকতা ও চতুরতার উদাহরণ হিসেবে মনে করছেন ।