বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি দেশে অনলাইন গেম পাবজি ও ফ্রি ফায়ার বন্ধ করে দিয়েছে।
এছাড়া আরও কয়েকটি অনলাইন গেমের অ্যাপ, যেমন- লাইকির ও টিকটক বন্ধের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিটিআরসির ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের পরিচালক বুধবার সব মোবাইল, আইআইজি এবং আইএসপি অপারেটরসহ সংশ্লিষ্টদের আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে বলে বিটিআরসি নিশ্চিত করেছে।
বিটিআরসির একজন কর্মকর্তা বলছেন নিয়ন্ত্রক সংস্থা ব্যবস্থা নিলেও গেম দুটি বন্ধের প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।
এর আগে গত ১৬ই অগাস্ট হাইকোর্ট বাংলাদেশে সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি-ফায়ারসহ ক্ষতিকর সব অনলাইন গেমস আগামী তিন মাস বন্ধ থাকার নির্দেশ দিয়েছিলো।
একজন আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষাপটে ওই নির্দেশসহ এগুলো রেগুলার মনিটরিং বা পর্যবেক্ষণ করার জন্য একটি কারিগরি কমিটি গঠন কেন করা হবে না এবং একই সাথে এ সম্পর্কিত একটি গাইডলাইন কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলো আদালত।
এছাড়া টিকটক, লাইকি, বিগো লাইভসহ অনলাইন লাইভ স্ট্রিমিং অ্যাপসগুলো কেন বন্ধের নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এর জন্য ১০ দিনের রুল জারি করা হয়েছিলো।
গত ২৪শে জুন দেশীয় সব অনলাইন প্ল্যাটফর্মে টিকটক, বিগোলাইভ, লাইকি, পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমসগুলো বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব এবং মোহাম্মদ কাউছার।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com