আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে শহরে তিনটি বিস্ফোরণে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার এই বিস্ফোরণগুলোর ঘটনা ঘটে। এই বিস্ফোরণে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তালেবানের একজন কর্মকর্তা এমনটি জানিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে। এই ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে।