সব জল্পনা-কল্পনার পর বিয়ের ঘোষণার আগেই সন্তানের মা হওয়ার খবর জানান জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এবার প্রকাশ্যে দেখা গেলো শখের বেবি বাম্প। বেবি শাওয়ার অনুষ্ঠানের কিছু ছবি আজ (১৮ সেপ্টেম্বর) ফেইসবুকে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
তিনি এ মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা। বিশেষ করে স্বামীর সঙ্গে তার ছবিটি নজর কেড়েছে সবার। এই ছবিতে শখ স্বভাবতই অনেকটা মুটিয়ে গেছেন দেখা যাচ্ছে। তার শারীরিক পরিবর্তনও লক্ষনীয়।অনেকে ছবিটি দেখে শখের আগেকার সৌন্দর্যের সঙ্গে তুলনা করে নানা রকম ‘বডি শেমিং’ করছিলেন। তারই প্রতিবাদে শোবিজের অনেক শিল্পী ও শখের অনুরাগীরা ছবিটি শেয়ার করছেন। সেইসঙ্গে মাতৃত্বের জন্য অভিনন্দন জানাচ্ছেন শখকে।
মা হওয়ার আনন্দ প্রকাশ করতে গিয়ে শখ কিছুদিন জানিয়েছিলেন, ‘শখ বলেন, ‘এটা আমার জীবনের সেরা মুহূর্ত।আমার দিন কেটে যায় একটা নতুন মানুষের কথা ভাবতে ভাবতে। আমাকে এই দীর্ঘসময় ধরে দেখভাল করা চিকিৎসক বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। আমি সময়টাকে উপভোগ করছি।’শখের কোল আলো করে পূর্ণিমা চাঁদের হাসি নেমে আসুক তার অনাগত সন্তানের মুখে।উল্লেখ্য, ২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে শখ সেখানেই অবস্থান করছেন। মাঝে মাঝে রাজধানীর উত্তরায়ও নিজেদের বাসাতেও থাকেন।