জিমেইলের মাধ্যমে ভিডিও কল সুবিধা চালু করেছে গুগল। এতে ব্যবহারকারীদের আরও সহজ ও সাবলিল কলিং এক্সপেরিয়েন্স প্রদান করবে।
বর্তমানে গুগল ব্যবহারকারীদের মিটিংয়ে বা ভিডিও কলে আমন্ত্রণ জানানোর জন্য ইউআরএল জেনারেট করে। নতুন সুবিধা চালু হলে এই ঝামেলা থাকবে না।
প্রযুক্তি নির্ভর বৃহৎ এই সংস্থাটি বলছে, এটি এমন ফিচার হবে যার মাধ্যমে গুগল মিটিংগুলো আরও স্বতঃস্ফূর্ত ও সহজ করার চেষ্টা করা হচ্ছে। গুগল প্রথমে জিমেইল অ্যাপের মধ্যে একে অপরকে (কন্টাক্ট লিস্টের) কল করার সহজ উপায় চালু করবে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা জিমেইল অ্যাপের মাধ্যমেই যে কোনো ডিভাইস ব্যবহার করে একে অপরকে ভয়েস বা ভিডিও কল করতে পারবেন।
শিগগিরই জিমেইল অ্যাপে ভিডিও ও ফোন বাটন যুক্ত করা হবে। যাতে দ্রুত একটি ভিডিও কল স্টার্ট করা যায় এবং ভিডিও ছাড়াই অডিও-ওনলি মিট কল করা যায়।
গুগল ঘোষণা করেছে, আগামী নভেম্বরের শুরুর দিকে এটি সব ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। সঙ্গে গুগল মিটের জন্য থাকবে লাইভ-ট্রান্সলেটেড ক্যাপশন সাপোর্ট। শুরুতে এই ফিচারে ইংরেজি থেকে ফরাসি, জার্মান, স্প্যানিশ এবং পর্তুগিজে ট্রান্সলেটেড ক্যাপশন পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য আরও ভাষার ক্ষেত্রেও এই ফিচারটি পাওয়া যাবে।