জামালপুর সংবাদাতা ।। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে পাবনা সিরাজগঞ্জে এক পীরের দরবারে যাওয়ার পথে নৌকা ডুবে ফুল বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শিশুসহ আরো পাঁচজন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নৌকা ডুবে মৃত্যু যাওয়া ফুল বেগম জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ ইউনিয়নের খড়মা মধ্যপাড়া গ্রামের আব্দুল জব্বারের স্ত্রী।নিখোঁজ নারী-পুরুষ ও শিশুরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা মধ্যপাড়া গ্রামের আব্দুছ সালামের ছেলে আ: ছাত্তার (৪৫), একই উপজেলার খড়মা গায়েনপাড়া গ্রামের মিন্টু গায়েনের স্ত্রী হেলেনা বেগম (২৩), মিন্টু গায়েনের শিশু ছেলে ইয়াছিন (৪), খড়মা গায়েনপাড়া গ্রামের ওমর আলীর স্ত্রী সুফিয়া বেগম (৪০) ও উপজেলার খড়মা তিলেকপুর গ্রামের মো: তোতা মিয়ার শিশু ছেলে জাহিদ (৮)।
এ ছাড়া আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন দেওয়ানগঞ্জ খড়মা মধ্যপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে আ: মতিন (৫৫), দেওয়ানগঞ্জ গামারিয়া গ্রামের মৃত এমারত কর্মকারের ছেলে তোতা কর্মকার (৪৫), খড়মা গায়েনপাড়া গ্রামের ছত্তর আলীর ছেলে মিন্টু শেখ।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো: আনছার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com