ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বুস্টার ডোজের জন্য আমেরিকায় মিশা সওদাগর!

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
সেপ্টেম্বর ১০, ২০২১ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন রিপোর্ট ।। মূলত পরিবারের টানে আমেরিকা গেলেও সোশ্যাল হ্যান্ডেলে স্পষ্ট করলেন বুস্টার ডোজের বিষয়টি! বাংলাদেশি কোনও তারকার ক্ষেত্রে সম্ভবত তিনিই প্রথমজন, যিনি উড়ে গিয়ে করোনার বুস্টার ডোজও নিয়ে নিলেন।

এসব গল্প বা গুঞ্জন ওঠার কারণ, অনেকটা হুট করেই কর্মব্যস্ত ঢাকা থেকে আমেরিকার ডালাসে উড়াল দিলেন ঢালিউডের প্রধান খলনায়ক মিশা সওদাগর। হাতে শাহীন সুমনের ওয়েব সিরিজ ‌‌‘মাফিয়া’র শুটিং, অনন্য মামুনের ‘অমানুষ’ সিনেমার ডাবিং। চলছে শিল্পী সমিতির নির্বাচনের ডামাডোল। এসব ছাপিয়ে অনেকটা নীরবেই ৭ সেপ্টেম্বর আমেরিকা উড়াল দিলেন মিশা। ৯ সেপ্টেম্বর নিলেন করোনার বুস্টার ডোজ, ফেসবুকে প্রকাশ করলেন তিন আঙুলের বিজয় চিহ্নওয়ালা ছবি! ফেসবুক দেয়ালে নেই পারিবারিক কোনও ফটো ছবি-চিহ্ন।

অবশ্য সেখান থেকে এই অভিনেতা জানান, ডালাসে থাকা স্ত্রী-সন্তানকে মিস করছেন বলেই তার এই উড়াল। তাই শুটিং-ডাবিংয়ের খানিক ছুটি পেয়েই উড়াল দিলেন। গিয়েই সুযোগ পেয়ে নিলেন করোনা ভ্যাক্সিনের বুস্টার ডোজ। আগের দুটি টিকাও সেখানেই নিয়েছেন এই অভিনেতা।

মিশা আমেরিকা থেকে বলেন, ‘এবার এক মাসের মতো থাকছি। আজীবন তো কাজই করলাম। এরমধ্যে সংসার-সন্তানকেও সময় দেয়া উচিত। তাই এবার এক মাসের সময় বের করে চলে এলাম। খুব ভালো সময় কাটছে এখন। এরমধ্যে বুস্টার ডোজও নিয়ে নিলাম।’

মিশা সওদাগর দেশে ফিরবেন অক্টোবরের মাঝামাঝি সময়ে। ফিরেই ‘মাফিয়া’র শুটিং, ‘অমানুষ’-এর ডাবিং শেষ করবেন। ধরবেন মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’। এরমধ্যে যোগ হতে পারে আরও কিছু সিনেমা ও সিরিজ।

প্রায় নয় শতাধিক সিনেমার এই অভিনেতা এবার আর শিল্পী সমিতির নির্বাচন করছেন না বলেও জানান। তাই আসন্ন নির্বাচন নিয়ে তার কোনও মাথাব্যথা অথবা মন্তব্য নেই। কারণ, চলতি সেশনের এই সভাপতি ভালোই সমালোচিত হয়েছেন সমিতির নানা বিতর্কিত কর্মকাণ্ডের রেশ ধরে।