ঢাকামঙ্গলবার , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আজীবন সম্মাননা পাচ্ছেন গাজী মাজহারুল আনোয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
অক্টোবর ৩, ২০২১ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁও-এর বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা জানানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আরটিভি।

এতে আরটিভির বিভিন্ন সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে মোট ১০টি ক্যাটাগরিতে দেওয়া হবে।

ছয় দশকের ক্যারিয়ারে ‘জয় বাংলা বাংলার জয়’, আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘শুধু গান গেয়ে পরিচয়’সহ ২০ হাজারের মতো গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার।

১৯৬৪ সালে রেডিও পাকিস্তান ও বাংলাদেশ টেলিভিশনের সূচনালগ্ন থেকে নিয়মিত গান ও নাটক রচনা করেছেন তিনি। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের এ স্রষ্টা একাধারে একজন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।

১৯৮২ তার প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘নানটু ঘটক। ৪১টি চলচ্চিত্র পরিচলনা করেন তিনি।

গাজী মাজহারুল আনোয়ার ২০০২ সালে একুশে পদক এবং ২০২১ সালে সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।