আবারও যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের কাছে আফগানিস্তানে নতুন সরকারের স্বীকৃতি চাইলো তালেবান।
শনিবার (৩০ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
তিনি জানান, সব দেশের সাথে সম্পর্ক বজায় রেখে চলতে চায় তালেবান। এ জন্য আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন। এছাড়া আফগান সরকারের তহবিল আটকে দেয়ার সমালোচনাও করেন তিনি। বলেন, কেউ স্বীকৃতি না দিলে সেটি শুধু আফগানিস্তানের নয়, গোটা বিশ্বের জন্যই বড় সমস্যা।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখলে নেয় তালেবান। গঠন করে নতুন সরকার। তবে এখনও কোনো দেশই আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি তালেবানকে। কেবল আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে চীন ও পাকিস্তান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com