রাজধানীর উত্তরায় সেক্টর-১১তে জনপথ সড়কে খান টাওয়ারের ১৩ ও ১৪ তলায় উদ্বোধন হলো অভিজাত রেস্টুরেন্ট রিয়েল থাই স্কাই ক্যাফে।
দেশি-বিদেশি ভোজনবিলাসীদের কথা মাথায় রেখে অভিজ্ঞ থাই শেফের তত্ত্বাবধানে স্যুপসহ ওথেনটিক থাই ফুডের পাশাপাশি হরেক রকম হট ও কোল্ড কফি, আইসক্রিম, কেক-পেস্ট্রির সাথে রয়েছে মজাদার সব ইন্ডিয়ান এবং চাইনিজ ফুড।
শনিবার রাতে কেক কেটে এই রেস্টুরেন্টটি উদ্বোধন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক ইমন, কণ্ঠশিল্পী আাঁখি আলমগীর ও প্রতীক হাসান।
পরে ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম উপস্থিত হয়ে সবার সাথে কুশল বিনিময় করে পুরো রেস্টুরেন্ট ঘুরে দেখেন। উত্তরায় এমন একটি স্কাই ক্যাফে দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে এর সাফল্য কামনা করেন। এর আগে স্থানীয় সংসদ সদস্য এবং কাউন্সিলর উপস্থিত সবার সাথে কুশলবিনমিয় করেন।
উত্তরাবাসীর মনে এমন একটি স্কাই ক্যাফের আঁকুতি দীর্ঘদিনের, এমন তথ্য দিয়ে উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যে রিয়েল থাই স্কাই ক্যাফের চেয়ারম্যান মো. আসলাম খান অপু বলেন, উত্তরায় এমন একটি রুফটপ ক্যাফে ছিল সময়ের দাবি, যেখানে বসে পুরো উত্তরার ইনফিনিট ভিউ পাওয়া যাবে। ক্যাফেপ্রেমীদের কথা মাথায় রেখে জমকালো ডেকোরেশনের পাশাপাশি খোলা আকাশের নিচে প্রাকৃতিক পরিবেশে প্রশিক্ষিত ওয়েটারের পরিবেশনায় খাবারের গুণগত মান নিশ্চিত করাসহ জীবানুমুক্ত হালাল ও টাটকা খাবারের নিশ্চয়তা দিচ্ছি আমরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com