রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গিজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১২৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪ জন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন ডেঙ্গি রোগীর সংখ্যা ৮২৩ জন হলো। চলতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৮৯ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৮২৩ ডেঙ্গি রোগীর মধ্যে রাজধানী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬৯ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৫৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশে ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। তবে তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৪৪৫ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গিজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন এবং ২৯ অক্টোবর পর্যন্ত ৫ হাজার ১৬০ জন রোগী ভর্তি হন। এছাড়া চলতি বছর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বর ২৩ জন এবং ২৯ অক্টোবর পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com