গিনেস বুকে নাম লিখিয়েছে কুমড়াটি
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের নাম শোনেনি এমন মানুষ খুঁযে পাওয়া ভার। বিশ্বের দীর্ঘতম, ক্ষুদ্রতম থেকে শুরু করে অদ্ভুত সব রেকর্ডের স্থান মেলে গিনেস বুকে।
এবার সেই গিনেস বুকেই নাম লিখিয়েছে একটি কুমড়া। তবে এই কুমড়াটি সাধারণ কোনো কুমড়া নয়। ৩১ মণ ওজনের বিশ্বের সবচেয়ে ওজনের কুমড়া।
শুক্রবার (২৯ অক্টোবর) গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়, ইতালির মধ্যাঞ্চল তুসকানির চিয়ান্তির রাদ্দা পৌর এলাকার বাসিন্দা স্তেফানো কাতরুপি’র ১ হাজার ২২৬ কেজি (২ হাজার ৭০২ পাউন্ড বা ৩১ মণ) ওজনের কুমড়াটি সবচেয়ে ভারী কুমড়া হিসেবে নাম লিখিয়েছে।
এর আগে ২০১৬ সালে বেলজিয়ামের কৃষক ম্যাথিয়াস উইলিয়েমজিনসের ২ হাজার ৬২৪ পাউন্ড ওজনের কুমড়াটি ছিল বিশ্বের সবচেয়ে ভারী কুমড়া।
জানা গেছে, গত মঙ্গলবার ইতালির পেকিওলি শহরে অনুষ্ঠিত এক কুমড়া উৎসবে প্রদর্শনের জন্য আরও কয়েকটি কুমড়ার সঙ্গে ৩১ মণ ওজনের আটলান্টিক জায়ান্ট প্রজাতির কুমড়াটি নিয়ে যান স্তেফানো। সেখানেই ওজনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয় কুমড়াটি।
গিনেস বুক কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবে গ্রেট পামকিন কমনওয়েলথের প্রতিনিধিরাও ছিলেন। তারা কুমড়াটি দেখেই বুঝতে পারেন এটি রেকর্ড করার জন্য উপযুক্ত। পরে কুমড়াটি ওজন করা হলে সত্যিই সেটি রেকর্ড করে।
মজার ব্যাপার হচ্ছে, উৎসবের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ ওজনের কুমড়ার মালিকও স্তেফানো।
দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কুমড়া দুটির ওজন যথাক্রমে- ৯৭৮.৯৯ কেজি এবং ৭৯৪.৫১ কেজি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com