বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় জেমস বন্ড সিরিজের পরবর্তী সিনেমা ‘নো টাইম টু ডাই’ দেখার জন্য মুখিয়ে আছে বন্ডের ভক্তরা। নো টাইম টু ডাই। জেমস বন্ড সিরিজের ছবি। কভিডের কারণে মুক্তি পিছিয়ে যাচ্ছিল বার বার। বিশ্বব্যাপী অসংখ্য বন্ড ভক্তদের অবশেষে মনের আশা পুরন হলো। রাজকীয় প্রিমিয়ারের পর মুক্তি দিয়েছে বিশ্বব্যাপী। আর বাংলাদেশী দর্শকদের মনের আশা পূরন করেছে ষ্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। শুক্রবার (৮ অক্টোবর) থেকে তাঁদের সব প্রেক্ষাগ্রহে চলছে নো টাইম টু ডাই।
এর আগে এই সিরিজের সিনেমার নির্মাতা ছিলেন ব্রিটিশ নির্মাতা ড্যানি বয়েল। ২০১৮ সালে প্রযোজক বারবারা ব্রকোলি ও মাইকেল জি. উইলসনের চিন্তা-ভাবনায় অমিল হওয়ায় গত বছরের আগস্টে সিনেমার কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন অস্কারজয়ী স্লামডগ মিলিয়নিয়ার-এর নির্মাতা বয়েল।
সিনেমাটি মূলত ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এমআইসিক্সের সদস্য জেমস বন্ডকে নিয়ে। নো টাইম টু ডাই এর ট্রেলারটিতে অভিনেতা ড্যানিয়েল ক্রেগ বন্ডকে একটি মিশন দেখানো হয়েছে যা ট্রেলার অনুসারে সমস্ত কিছু বদলে দেবে।
গল্পে দেখা যাবে, জ্যামাইকায় শান্ত জীবনযাপন করছে জেমস বন্ড। একদিন পুরনো এক বন্ধু সহযোগিতা চাইতে যায় বন্ডের কাছে। বন্ধুর আহ্বানে সাহায্যের হাত বাড়িয়ে অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধারের অভিযানে নামে বন্ড।
কিন্তু মিশনে বাধা হয়ে দাঁড়ায় রামি মালেক, যার কাছে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। এ ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার গল্পটি এগিয়ে যায়।
সিনেমায় জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন ৫২ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেগ। তার বিপরীতে বন্ডকন্যা হয়েছেন ব্লেড রানার ২০৪৯ তারকা আনা ডি আরমাস।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com