নাটকের তুমুল ব্যস্ত অভিনেতা আফরান নিশো। মাসের প্রতিদিনই তাকে উত্তরার নানা শুটিং হাউজে ব্যস্ত থাকতে হয় লাইট, ক্যামেরা আর অ্যকাশন নিয়ে। সেই আফরান নিশোকে শুক্রবার বনানীতে নিয়ে এলেন চিত্রনায়িকা নুসরত ফারিয়া। অবশ্য এ নায়িকাও ব্যস্ত কম নয়। দুই বাংলার সিনেমার শুটিংয়ের খুব টাইট শিডিউল তার। এই শিডিউল না থাকায় 'গুনিন' সিনেমাটি ছাড়তে হয়েছে তাকে।
ব্যস্ত নায়িকা ফারিয়ার ডাকেই ব্যস্ত অভিনেতা নিশো বনানীতে এলেন ফারিয়ার বড়বোন মারিয়া মৃত্তিক ও দুলা ভাই ফয়সালের ব্যবসার নুতন শাখা উদ্বোধন করতে। মজার বিষয় হচ্ছে উদ্বোধনের এ আয়োজন উভয়ই আসেন ব্রাইডাল সাঁজে। পুরো আয়োজনটিই বিয়ের আসরের মতো করেই সাজানো হয়। নিশো-ফারিয়াকে ঘিরে বর-কনেকে সাজানোর সব পসরা সাজানো ছিলো এতে।
শুক্রবার সন্ধ্যার এই আয়োজনটি ছিলো রাজধানীর বনানীতে জেকে ব্রাইডাল এক্সক্লুসিভ লাউঞ্জ-এর ওপেনিং অনুষ্ঠান। যাতে নিশো-ফারিয়া হাজির হন প্রধান অতিথি হিসেবে।
এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী কণা, দেশসেরা মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা।
এ আয়োজনে নিশো হাজির হয়ে বলেন, 'ফারিয়া তো আমাদের পরিবারের মানুষ। এবার আমি এসেছি ফারিয়ার বোনের উদ্যোগকে উৎসাহ দিতে।' এ সময় মঞ্চে নানা বিষয় নিয়ে খুনসুটি হয় ফারিয়া ও নিশোর মধ্যে। হয় ফ্যাশন শো' ও।
জেকে ব্রাইডাল লাউঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা নুসরাত ফারিয়ার বড় বোন মারিয়া। নিজের তারকা বোনের সঙ্গে আফরান নিশোসহ অন্য তারকাদের পেয়ে উচ্ছ্বসিত মারিয়া। বলেন, ‘আমি কৃতজ্ঞ, তাদের সরাসরি শুভেচ্ছা পেয়ে। আমরা চেষ্টা করছি রুচিশীল মানুষদের জন্য পৃথিবীখ্যাত ব্র্যান্ডের কালেকশন দিয়ে এই শো-রুমটি সাজাতে। এখানে পাওয়া যাবে অরিজিনাল ডিজাইনের গাউন, লেহেঙ্গা, পাঞ্জাবি, সেরোয়ানিসহ ব্রাইডাল ধাঁচের সব ধরনের পোশাক।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com