বিয়ের পর কেমন করে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন নেহুপ্রীত? ঠিক এক বছর আগে স্বপ্নের রাজকুমার রোহনপ্রীতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন সংগীতশিল্পী নেহা কক্কর। করোনা আবহেই নেহার রাজকীয় বিয়ের একাধিক ছবি ভাইরাল হয়েছিল।প্রেম থাকলে যে সম্পর্কের মাঝে কোনও বাধাই কাজে আসে না তা প্রমাণ করে দিয়েছে এই জুটি। তাই তো ৩২ বছরের এই গায়িকা জীবনসাথী হিসাবে বেছে নিয়েছিলেন ৭ বছরের ছোট রোহনপ্রীত সিংকে।
গত বছর ২৩ অক্টোবর দুপুরে দিল্লির এক গুরদ্বারে শিখ রীতি মেনে বিয়ের পর সারেন এই জুটি। সেইদিন রাতেই হিন্দু রীতি মেনেও বসে বিয়ের আসর। একসঙ্গে পথচলার একবছর সম্পন্ন করলেন নেহা-রোহনপ্রীত।
বিবাহবার্ষিকীর দিন পরিবারের সঙ্গে উদযাপন করতে দেখা যায় তারকা গায়ক দম্পতিকে। সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন তাঁরা।
এবার একান্তে বিবাহবার্ষিকী উদযাপনের ছবি শেয়ার করে ক্যাপশনে গায়িকা লেখেন, ‘প্রত্যেককে ধন্যবাদ এবং যারা আমাদের বিশেষ অনুভব অনুভব করিয়েছেন দিনটি। আপনাদের আশীর্বাদ, পোস্ট, ভালোবাসা, মেসেজ আমাদের সত্যিই আনন্দিত করেছে..’।
প্রমোদতরীতে বসে রাজকীয়ভাবে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন তাঁরা। একান্ত মুহূর্তের একাধিক ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন নেহা-রোহনপ্রীত।
ছবিতে রোহনপ্রীতকে ডেনিম জিনস এবং জ্যাকেটে দেখা গেছে। অন্যদিকে, নেহাকে রানি রঙের সালোয়ার স্যাুটে দেখা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com