সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আগেই টালিউডে পা রেখেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সৃজিতের তৈরি সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয় করে দুই বাংলার দর্শকদের প্রশংসাও পেয়েছেন তিনি। এবার টালিউড থেকে বলিউডে পাড়ি জমালেন দেশীয় এই নায়িকা।
বলিউডের খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমাতে দেখা যাবে আজমেরি হক বাঁধনকে।ইনস্টাগ্রামে ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ক্যাপশনে বাঁধনের উদ্দেশ্যে লিখেছেন, ‘বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রীকে এবার আমার সিনেমাতে পেলাম!’
এদিকে পরিচালক বিশালকে নিয়ে বাঁধন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, ‘বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই ভাল লাগছে। খুবই মাটির মানুষ তিনি। এই ছবির পুরো টিমটাই অসাধারণ।’
কয়েক মাস আগেই বাঁধনের অভিনীত সিনেমা ‘রেহানা মারিয়াম নূর’ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। এটিই প্রথম বাংলাদেশের ছবি যা স্থান পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে।এবার বলিউডে’ও যে তিনি চমক দেবেন তা বলাই বাহুল্য।
‘খুফিয়া’ সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি দেখা যাবে তাব্বু, আলি ফজল সহ আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com