ঢাকামঙ্গলবার , ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

বলিউডে বাংলাদেশি মিথিলা

স্পেশাল করেসপন্ডেন্ট | ডেইলিনিউজ২৪বিডি.কম
অক্টোবর ১৯, ২০২১ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বলিউড ছবি ‘রোহিঙ্গা’। প্রেক্ষাগৃহে নয়, বিশ্বব্যাপী এটি মুক্তি পেতে যাচ্ছে অ্যাপল টিভিতে।

২০১৯ সালের শেষ দিকে ‘রোহিঙ্গা’ ছবির শুটিং শুরু করেন মিথিলা। ভারতীয় পরিচালক হায়দার খান মূলত আলোকচিত্রী। বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবিতে সহকারী পরিচালকের দায়িত্ব সামলেছেন হায়দার। মিথিলা বলেন, ‘এক বন্ধুর মাধ্যমে হায়দার খানের সঙ্গে পরিচয়। তাঁর সঙ্গে একটি পণ্যের ফটোশুটে অংশ নিই। প্রথম দেখায় তিনি বলেছিলেন, “তোমার চেহারাটা ইউনিক। তোমার সঙ্গে একটা বড় কাজ হবে আমার।” এর কিছুদিন পর তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন।’

ভারতের আসাম, মানালি ও ত্রিপুরাতে শুটিং হয়েছে। প্রথম দিন শুটিং করতে গিয়ে মিথিলা জানতে পারেন, ‘রোহিঙ্গা’ ছবির গল্প তাঁকে কেন্দ্র করেই লেখা। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে মিথিলা বলেন, ‘প্রথম দিন অনেক ভয় লাগছিল। ফ্লাইট থেকে নেমেই শুটিংস্পটে যেতে হয়েছে। শুটিং শুরুর আগে সহশিল্পীর সঙ্গে এক ঘণ্টা মহড়া করেছি।’

মিথিলা জানান, এই ছবিতে তিনি রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন। আরাকান ও হিন্দি—দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাঁকে। এমনিতেই মিথিলা ভালো হিন্দি বলতে পারেন। তবু, শুটিংয়ের সময় একজন অনুবাদক রাখা হয়েছিল। মিথিলা বলেন, ‘বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু এ ছবির উপজীব্য নয়। এমনকি কোনো রাজনীতিও এ ছবিতে দেখানো হবে না। ছবিতে মূলত একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে।’

ছবিতে মিথিলার নায়ক ‘মিস্টার ভুটান’ খ্যাত স্যাঙ্গে। ভুটানের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। বলিউডের ছবিতেও তাঁকে দেখা গেছে। সালমান খানের ‘রাঁধে’-তে খলচরিত্রে অভিনয় করেছেন স্যাঙ্গে।