বলিউড বাদশাহ শাহরুখ খানের ২৩ বছরের ছেলে আরিয়ান হঠাৎ বিপাকে । প্রমোদতরীর মাদক পার্টি থেকে পুত্র আরিয়ান খান আটক হওয়ার পরেই সকল কাজ কর্ম বন্ধ করে দিয়েছেন শাহরুখ। ‘পাঠান’ ছবির একটি গানের কাজের জন্য স্পেনে যাওয়ার কথা ছিল শাহরুখের। জানা যাচ্ছে, আপাতত সেই পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। ছেলেকে বাঁচাতে নাকি এ দিক-ও দিক ছুটে বেড়াচ্ছেন বলিউড বাদশাহ ।
ভারতীয় এক সূত্রের খবর, ইতিমধ্যেই আইনজীবী সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। সতীশের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতরে। আটক করার পর দীর্ঘ সময় ধরে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখ-পুত্রকে। বয়ান রেকর্ড করার পর গ্রেফতারের জল্পনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
শাহরুখের ঘনিষ্ঠ বৃত্তের এক জন বলেছেন, “শাহরুখ এ বিষয়ে সামনে এসে কোনও কথা বলবেন বলে মনে হয় না। এনসিবি আরিয়ানকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেই শাহরুখের আইনি পথে হাঁটার একাধিক রাস্তা খুলে যাবে।” তিনি আরও জানিয়েছেন, ছেলে আটক হওয়ার পর থেকে মানসিক ভাবে বিপর্যস্ত গৌরী। কাজের জন্য বিদেশে যাওয়ার কথা ছিল তাঁরও। আপাতত শাহরুখের সঙ্গে শহরে থাকবেন গৌরী। দুঃসময়ে ছেলের পাশে থাকতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
উল্লেখ্য মুম্বই থেকে গোয়া সফরকারী ক্রুজে তল্লাশি চালানোর পর শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Shahrukh Khan’s Son Aryan Khan)-কে গ্রেফতার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কর্ডেলিয়া ক্রুজ ডিলাক্স জাহাজে ভ্রমণে বের হন আরিয়ান, গভীর রাত পর্যন্ত সেখানে অভিযান চালায় এসিবি (NCB)। সেখানে তিনি কেন ছিলেন, তা জানতে চাওয়া হয়। পরে গ্রেফতার করা হয়। তার দুই বন্ধুকেও গ্রেফতার করেছে এনসিবি (NCB)।
এনসিবি তাকে জিজ্ঞাসাবাদ করে। জানা গিয়েছে, সে সময় নিজেকে সেখানকার অতিথি বলে দাবি করেছে আরিয়ান। আর অতিথি হিসেবেই সেখানে সে ছিল। তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধোমেচাকেও গ্রেফতার করা হয়েছে। মুম্বই থেকে গোয়ার দিকে যাচ্ছিল ক্রুজটি। শনিবারা রাতে সেখানে অভিযান চালায় এনসিবি।সেখানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে ৮ জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এনসিবি।
এনসিবি সূত্রে খবর, সেখান থেকে উদ্ধার হয়েছে কোকেন, হাশিস, এমডিএমএ। কোরডেলিয়া লাইনারের এক ক্রজ ছিল সেটি। সেটি আসছিল মুম্বইয়ের দিকে।
সেখান থেকে আটক করা হয়েছিল কয়েক জনকে। তাদের মধ্যে এক বলিউড তারকার ছেলেও রয়েছে। পরে তার নাম-পরিচয় জানা যায়। জানা যায়, শাহরুখ খানের ছেলে আরিয়ান (Shahrukh Khan’s Son Aryan Khan) রয়েছে সেই তালিকায়। শনিবার সেই ধরপাকড় হয়। দিন কয়েক আগে ক্রুজটির উদ্বোধন করা হয়েছিল।