ঢাকাসোমবার , ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

৫ লাখ বছর আগের মানব প্রজাতির নাম হোমো বোডোয়েনসিস: গবেষণা

Link Copied!

গবেষকেরা মানবের পূর্বপুরুষের একটি নতুন আবিষ্কৃত প্রজাতির নামকরণ করেছেন হোমো বোডোয়েনসিস নামে। প্রজাতিটি আফ্রিকাতে প্রায় ৫ লাখ বছর আগে মধ্য প্লাইস্টোসিন যুগে বাস করত।

বিজ্ঞানীরা বলছেন, ওই সময়কাল ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ, ওই সময়ে শারীরবৃত্তীয় দিক থেকে হোমো সেপিয়েন্স ও নিয়ানডারথল বা হোমো নিয়ানডারথালেনসিসের আবির্ভাব হয়েছিল আফ্রিকা ও ইউরোপ অঞ্চলে। তবে কিছু কিছু জীবাশ্মবিজ্ঞানী ওই সময়টিকে গোলমেলে সময় হিসেবে বর্ণনা করেন। কারণ, ওই সময়কার মানব বিবর্তনের বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে বোঝার উপায় নেই। খবর দ্য গার্ডিয়ানের। 

গবেষকেরা বলেন, আধুনিক মানুষের সরাসরি পূর্বপুরুষ ছিল এই হোমো বোডোয়েনসিস। বোডোয়েনসিস নামটি ইথিওপিয়ার আওয়াশ নদী উপত্যকায় পাওয়া একটি খুলি থেকে এসেছে।

কানাডার উইনিপেগ বিশ্ববিদ্যালয়ের গবেষক ও গবেষণা নিবন্ধের লেখক মিরজানা রকস্যানডিক বলেন, ‘মানুষের ভৌগোলিক পরিবর্তনকে স্বীকার করে এমন সঠিক পরিভাষার অভাবের ওই সময়ের মধ্যে মানব বিবর্তন সম্পর্কে কথা বলা অসম্ভব হয়ে পড়ে। নতুন শ্রেণিবিভাগের অধীনে হোমো বোডোয়েনসিস আফ্রিকার ও দক্ষিণ-পূর্ব ইউরোপের কিছু অংশের মধ্য প্লাইস্টোসিন যুগের তথ্য তুলে ধরবে। তবে দক্ষিণ-পূর্ব ইউরোপের বেশির ভাগই নিয়ানডারথল প্রজাতির মধ্যে পড়বে।

মিরজানা রকস্যানডিক বলেন, একটি নতুন প্রজাতির নামকরণ একটি বড় ব্যাপার। কারণ, নামকরণের সংস্থা ইন্টারন্যাশনাল কমিশন অন জুলজিক্যাল নোমেনকালচার নির্ধারিত নিয়মের অধীনেই কেবল নাম পরিবর্তনের সুযোগ থাকে।
গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে ইভল্যুশনারি অ্যানথ্রোপলজি ইসুজ নিউজ অ্যান্ড রিভিউজ সাময়িকীতে।