বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটে রয়েছে আফগানিস্তান। গত অগাস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে এই অবস্থা আরো খারাপ হচ্ছে।
তালেবান শাসনকে কিভাবে নেয়া যায় তা নিয়ে বিতর্কের মুখে বন্ধ রয়েছে দেশটির অর্থনীতির চালিকা শক্তি বিদেশি সাহায্য।
জাতিসংঘ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, জরুরি ত্রাণ সহায়তা দেশটিতে না পৌঁছালে মারা যাবে লাখ লাখ মানুষ।
বিবিসির করেসপনডেন্ট ইয়োগিতা লিমায়ি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহর পরিদর্শন করেছেন যেখানে নিজের চোখে দেখেছেন সেখানকার সংকটাপন্ন অবস্থা।
ভিডিওটি প্রযোজনা করেছেন ইমোগেন অ্যান্ডারসন এবং চিত্রগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় গাঙ্গুলি।