বিনোদন ডেক্স : মডেল-অভিনেত্রী নাসিমা খান প্রিমা। নতুনদের ভিড়ে খুব অল্প সময়ের মধ্যে নিজেকে মেলে ধরেছেন তিনি। পেয়েছেন দর্শকদের ভালোবাসা। মাঝে বেশ কিছুদিন অভিনয়ে অনিয়মিত ছিলেন তিনি। বিরতি শেষে ফের কাজে মনোযোগী হয়েছেন প্রিমা।
প্রশ্ন : বর্তমান ব্যস্ততা কি নিয়ে?
প্রিমা: বর্তমানে সিঙ্গেল নাটক এবং ওয়েব সিরিজে কাজ করা হচ্ছে বেশি। সম্প্রতি ‘ব্লাকফেইস’ নামের একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করলাম। একক নাটকের মধ্যে- ‘মায়া’, ‘বিয়ের রাত’, ‘রেজাল্ট নেগেটিভ’, ‘চান্দে জমি কেনা’, ‘প্রেমিক মাস্টার’ নামের বেশ কিছু নাটকে কাজ করেছি। সামনে আরো বেশ কিছু কাজ আসছে। আশা করি, এ কাজগুলো দর্শকদের ভালো লাগবে।
প্রশ্ন : অনেক দিন ধরে কাজে অনিয়মিত, কেন?
প্রিমা: মাঝখানে আমি তিন মাসের মত কাজ করিনি ফ্যামিলি প্রবলেমের জন্য। আসলে আমার ফ্যামিলি চায় না আমি মিডিয়াতে কাজ করি। তাই দীর্ঘদিন ক্যামেরার সামনে আসিনি। কিন্তু থাকতে না পেরে আবার কাজ শুরু করেছি। আসলে ক্যামেরার সামনে কাজ করার অভ্যাস তো- তাই ক্যামেরার পেছনে বেশি দিন থাকতে ইচ্ছে করে না। তাই ফের কাজ শুরু করেছি।
প্রশ্ন : চলচ্চিত্রে অভিনয় নিয়ে কি ভাবছেন?
প্রিমা: সিনেমাতে আপাতত কাজ করব না। কারণ, সিনেমাতে কাজ করার জন্য যে গ্ল্যামার দরকার হয়, সেটা আমার মধ্যে নেই। কখনও যদি নিজেকে মেইনটেইন করে ফিট করে গ্ল্যামার আনতে পারি, তবেই সিনেমার কথা চিন্তা করব। এর আগে না।
প্রশ্ন : ওটিটি কনটেন্টে দেখা যাবে?
প্রিমা: আমি ওটিটি প্ল্যাটফর্মে এখন পর্যন্ত খুব বেশি কাজ করিনি। সম্প্রতি ‘ব্লাকফেইস’ নামের একটি ওটিটির কাজ শেষ করলাম। এর আগে চলচ্চিত্র পরিচালক সাফিউদ্দিন সাফি ভাইয়ার পরিচালনায় ‘দ্য ডিরেক্টর’ নামের একটি ওয়েব ফিল্মের কাজ করেছি। যেটার শুটিং ইন্দোনেশিয়া, নেত্রকোনা, গাজীপুরসহ বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে। অচিরেই ওয়েব ফিল্মটি যে কোনো একটি ওয়েবসাইটে রিলিজ পাবে।
প্রশ্ন : সাহসী চরিত্রে অভিনয়ের জন্য কতটা প্রস্তুত?
প্রিমা: খোলামেলা কিংবা চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে আসলেই অনেক সাহস লাগে। লোকে কি বলবে, ফ্যামিলির লোকজন কি বলবে- এগুলো পুরোপুরি ইগনোর করতে হবে। আমি এখনও লোকের কথা, ফ্যামিলির লোকজনের কথা পুরোপুরি ইগনোর করতে পারি না। যদি কখনও পুরোপুরি ইগনোর করতে পারি, তবেই এইসব চরিত্রে কাজ করার সাহস করব। আর খোলামেলা পোশাকের ক্ষেত্রে বলব- আগে আমি এসব ব্যাপারে খুবই লাজুক ছিলাম। আগে নরমাল ওয়েস্টার্ন পড়তেও আমার লজ্জা লাগত। এখন আগের থেকে ইম্প্রুভ হয়েছে। এখন মোটামুটি খোলামেলা পোশাক পরতে পারি। চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে আপত্তি নেই।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com