জলবায়ু সম্মেলন উপলক্ষে জাহাজে চেপে গ্লাসগোয় পৌঁছেছে একদল কিশোরী পরিবেশকর্মী। যাদের মধ্যে আছে বাংলাদেশের কিশোরী ফারজানা ফারুক ঝুমু।
এর আগে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস-এর ফ্রাইডেজ ফর ফিউচার কর্মসূচির আওতায় চার খুদে কর্মী পায় জলবায়ু সম্মেলনে অংশ নেয়ার এই সুযোগ। তাদেরকে নিয়ে সোমবার স্কটল্যান্ডে পৌঁছায় রেইনবো ওয়ারিয়র নামে একটি জাহাজ।
বাংলাদেশের ঝুমু ছাড়াও এই দলে ছিল উগান্ডা, নামিবিয়া ও মেক্সিকোর তিন কিশোরী। গ্রিনপিসের মুখপাত্র জানান, সম্মেলনে ভবিষ্যত প্রজন্মকে কথা বলার সুযোগ করে দিতেই এ পদক্ষেপ নিয়েছে তারা। ব্যর্থ না হয়ে সত্যিকারের কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানাবে এই কিশোরীরা।
এদিকে ‘সবচেয়ে ক্ষতিগ্রস্তদের বাইরে রেখে’ কোনো আলোচনা সফল হবে না বলে মন্তব্য করেছে ঝুমু। তাছাড়া পূর্বের সম্মেলনগুলোর আলোচনা কোনো কার্যকর সমাধান আনেনি বলে দাবি তার সফরসঙ্গীদের।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com