ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার ভোরে এই ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৮।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ ভোর ৫টা ৪৫ মিনিট ৪৩ সেকেন্ডে ভূকম্পনটি অনুভূত হয়।
মমিনুল ইসলাম জানান, ভূমিকম্পটির উৎপত্তি স্থল মিয়ানমার-ভারত সীমান্তে। এটি ঢাকা থেকে ৩৪৭ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্বে অবস্থিত। কেন্দ্র ভূমির ৩৩ কিলোমিটার গভীরে।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তি স্থল মিয়ানমারের চিন রাজ্যের রাজধানী হাখা শহরের ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ভূমিকম্পের ফলে দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।