তৃতীয় ধাপে দেশের এক হাজারের বেশি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হবে আজ। একইসাথে দেশের ১০টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
নির্বাচন কমিশন (ইসি) বলছে, ইতোমধ্যে তারা ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। এবার ৩৩টি ছাড়া বাকি ইউনিয়নগুলোতে সনাতন পদ্ধতিতে ব্যালট বাক্সের মাধ্যমে ভোট নেয়া হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোট নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে। এছাড়া সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, গতকাল দিনভর নির্বাচনী সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। যেসব জায়গায় ডিজিটাল মেশিনে ভোট হবে, সেখানে পাঠানো হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন।
এদিকে, সারাদেশে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০০ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের সবাই আওয়ামী লীগের প্রার্থী। এই ধাপে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য মিলে মোট ৫৬৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে সবমিলে আগের দুই ধাপসহ ২৫৩ জন চেয়ারম্যান নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com