আন্তর্জাতিক টুরিস্ট ভিসা দেয়া শুরু হতেই বাংলাদেশের পর্যটকদের আসা শুরু হয়েছে কলকাতায়। তাঁদের জন্য খুশির খবর করোনার জন্য প্রায় দেড় বছর বন্ধ থাকার পর দুই ডিসেম্বর চালু হতে যাচ্ছে বেনাপোল এক্সপ্রেস। বাংলাদেশ রেলমন্ত্রণালয় এই ট্রেন আবার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রতি মঙ্গলবার বাদে রোজ রাত সাড়ে ১০টায় ছাড়বে এই ট্রেন। বেনাপোল থেকে ছাড়বে এই ট্রেন দুপুর একটায়।
ঢাকা থেকে স্টিমার পেরিয়ে বেনাপোল পৌঁছাতেই সময় লাগে ১৮ থেকে ২০ ঘণ্টা। সেখানে সাত-আট ঘন্টায় বেনাপোল এক্সপ্রেস যাত্রীদের পৌঁছে দেবে গন্তব্যে। বাংলাদেশ থেকে যাঁরা কলকাতায় আসেন তাঁদের মধ্যে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষ বেশি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com