ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতের ট্যুরিস্ট ভিসা চালু ১৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৯, ২০২১ ১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত।

মঙ্গলবার (০৯ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী ভারতে যাওয়ার পথে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, কোভিড-১৯ পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। তবে শুধুমাত্র আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন থাকা যাবে। পর্যায়ক্রমে প্লেনের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।  

আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ বন্ধ থাকার বিষয়ে হাইকমিশনার বলেন, অর্থ পরিশোধ জটিলতায় এ মুহূর্তে কাজ বন্ধ থাকলেও কম সময়ের মধ্যেই কাজ আবার শুরু হবে।  

এ সময় আখাউড়া চেকপোস্টে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।