ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া প্রথম দু’জনের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা বা অন্য কোনো দেশে যাত্রা করেননি
শুক্রবার (৩ ডিসেম্বর) দক্ষিণ-পশ্চিম ভারতের কর্ণাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম গুলোর প্রতিবেদনে এ খবর জানা যায় ।
ওমিক্রন শনাক্ত হওয়া ৪৬ বছর বয়সী ওই চিকিৎসকের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারও শারীরিক অবস্থা জটিল নয়। সকলেই করোনাভাইরাসের টিকার দুই ডোজ নিয়েছেন।
ভারতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়া প্রথম দু’জনের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকা বা অন্য কোনো দেশে যাত্রা করেননি। দ্বিতীয় যে ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে, তিনি দক্ষিণ আফ্রিকান নাগরিক এবং ইতোমধ্যে ভারত ছেড়ে চলে গিয়েছেন।
বেঙ্গালুরুর স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ২২ নভেম্বর ওই চিকিৎসকের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। প্রাথমিকভাবে তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। পরে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।
এদিকে ভারতে আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান ফ্লাইট চালু হওয়ার কথা ছিল আগামী ১৫ ডিসেম্বর থেকে। কিন্তু নতুন কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে সেই ফ্লাইট ১৫ ডিসেম্বর থেকে চালু হচ্ছে না বলে জানানো হয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com