মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীতে বুস্টারডোজ দেয়া শুরু হয়েছে। টিকা গ্রহণকারীদের অনেকেই জানান, হঠাৎ করেই বুস্টার ডোজের এসএমএস আসায় তারা বিষয়টি বুঝতে পারেননি। তবে পরে পরিবার ও বিভিন্ন মানুষের সাথে কথা বলে টিকা নিতে এসেছেন তারা।
করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর এই কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সবাই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২য় ডোজ নেয়ার পর যাদের ৬ মাস অতিবাহিত হয়েছে, শুধু তাদেরকেই এসএমএস দেয়া হচ্ছে।
আগের টিকাগুলো যে কেন্দ্র থেকে নেয়া হয়েছে বুস্টার ডোজের জন্য সেখানেই যেতে হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com