ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের সাথে বেহেশতেও যেতে চাই না: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩, ২০২১ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের সাথে বেহেশতেও যেতে চান না বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানী গণফোরামের একাংশের জাতীয় কাউন্সিলে বক্তৃতাকালে এ কথা জানান তিনি।

কাদের সিদ্দিকী আরও বলেন, যতোদিন বিএনপির সাথে জামায়াত থাকবে ততোদিন তাদের সাথে কোনোভাবেই আমি নাই। গত নির্বাচনে ঐক্যফ্রন্টে ছিলাম ড. কামাল হোসেনের জন্য।
মুক্তিযুদ্ধের সময় ঘৃণ্য অপরাধের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত জামায়াতের রাজপথে নামার কোনো অধিকার নেই।

উল্লেখ্য, শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণফোরামের একাংশের কাউন্সিলের উদ্বোধন করা হয়। অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। কাউন্সিলে সাংগঠনিক ও রাজনৈতিক নানা বিষয়ে দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। কাউন্সিলের পর দলটির ১০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণার কথা রয়েছে।