ডিসেম্বর ১৭: তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আসলে যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক প্রহসন। এটা ব্যর্থ হয়েছে। গতকাল (শুক্রবার) এ সম্মেলন ন্যাক্কারজনকভাবে শেষ হয়। হংকংয়ের পলাতক হাঙ্গামাকারী লুও কুয়ান ছুং এবং তাইওয়ান কর্তৃপক্ষের প্রতিনিধি থাং ফেং সম্মেলনে ভাঁড়ের মতো অভিনয় করেন, যা ছিল আন্তর্জাতিক সমাজের কাছে হাস্যকর।
যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আসলে ছিল গণতন্ত্রের অজুহাতে গণতন্ত্র-বিরোধী আচরণ, যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদকে রক্ষার জন্য এক রাজনৈতিক প্রহসন। কেউ এ সম্মেলনকে গুরুত্ব দেয়নি; এটি ব্যর্থই হয়েছে বলা চলে।
লুও কুয়ান ছুং হংকংয়ে হাঙ্গামাকারী। সে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এমন অপরাধীকে যুক্তরাষ্ট্র বিশেষ অতিথি হিসেবে মর্যাদা দিয়েছে। এ অপরাধী সম্মেলনে হংকং ও চীনের ওপর অপবাদ দিয়েছে, রাজনৈতিক মিথ্যা ছড়িয়েছে, যা গণতন্ত্রের পদদলন।
আন্তর্জাতিক সমাজ লক্ষ্য করেছে যে, তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজনের সময় মার্কিন অর্থ মন্ত্রণালয় আবারও চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ‘মার্কিন স্টাইলের গণতন্ত্র’-এর আসল মুখ সারা বিশ্ব দেখতে পেয়েছে আরেকবার। তবে চীন কখনই তথাকথিত শাস্তিকে ভয় পায় না; যুক্তরাষ্ট্র চীনের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না।
Source: CRi
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com