ঢাকাসোমবার , ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • অন্যান্য
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জীবনধারা
  6. বিজ্ঞান-প্রযুক্তি
  7. বিনোদন ভুবন
  8. বিবিধ
  9. ভিডিও নিউজ
  10. রাজধানী
  11. রাজনীতি
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাবাংলা
  15. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র-আমিরাত অস্ত্রচুক্তি বাতিল

লাবনী হোসেন
ডিসেম্বর ১৪, ২০২১ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের সাথে ২৩ বিলিয়ন ডলারের বিশাল অস্ত্রচুক্তি বাতিলের ঘোষণা দিলো সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে ইউ.এ.ই দূতাবাস।

তারা জানায়- ওয়াশিংটনের সাথে অস্ত্রচুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। অবশ্য পূর্ব-নির্ধারিত কর্মসূচি অনুসারে চলতি সপ্তাহে পেন্টাগনে আলোচনায় বসবে দু’পক্ষ।

মার্কিন পররাষ্ট্র দফতর বলছে, চুক্তির বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ ওয়াশিংটন। ২০২০ সালে ট্রাম্প প্রশাসনের সাথে হওয়া এ চুক্তিকে আমিরাত ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ভিত্তিপ্রস্তর হিসেবে দেখা হচ্ছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের আমিরাত সফরের একদিনের মাথায় এ ঘোষণা আসায় শুরু হয়েছে গুঞ্জন। প্রায় আড়াই হাজার কোটি ডলারের চুক্তিটি বাতিলের ফলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান, অস্ত্রবাহী ড্রোনসহ অত্যাধুনিক অস্ত্র কেনার কথা ছিল আমিরাতের।