রাজধানীর ওয়ারী থানার রাজধানী সুপার মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার (৬২) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ময়লার গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান বলে জানা যায়। ওয়ারী থানার ডিউটি অফিসার উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে সুপার মার্কেটের সামনের রাস্তায় মৃত অবস্থায় পরে ছিল ওই ব্যক্তি। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তির বাসা গেন্ডারিয়ার বলেও নিশ্চিত করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে উজ্জ্বল হোসেন জানান, দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যান ওই ব্যক্তি।