পরিবার ও কাজের ব্যপারে নো কম্প্রোমাইজ, তাই পায়ে চোট নিয়েই নিজের দায়িত্ব সামলাচ্ছেন খল অভিনেতা মিশা সওদাগর।
পাসেই কানে শুনা যাচ্ছে, শাহিন সুমনের 'কাট' বলার শব্দ। এরই মধ্যে বলে উঠলো - কিরে কেমন আছিস। হ্যা যার কথাটা বলছি তিনি আমাদের দেশের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। বললেন একটু সময় পেয়েছি চল কথা বলি। এক পর্যায়ে কথা বলতে বলতে একটু আহ্ বলে উঠতেই বললাম ভাই কি হয়েছে। সে বলে উঠলেন পায়ে একটু চোট লেগেছে। কথা বলার ফাঁকে মোবাইল ক্যামেরাও শট নিয়ে নিলাম। যখনই ছবিটা দেখলাম মনে হলো তিনি অনেক ব্যথা নিয়ে কাজ করছেন।
এ বিষয়ে জানতে চাওয়া হলে মিশা সওগাদার বলেন, পায়ে একটু চোট পেয়েছি। এর আগে মনতাজুর রহমান আকবরের ‘প্রানের স্বামী’ সিনেমার শুটিং-এ পায়ে চোট পাওয়ার পর হালকা বিশ্রাম নেওয়ার পরেও শুটিং শেষ করেছিলাম। এরপর দেখা গেলো সঙ্গে সঙ্গে ফুলে যায় পায়ের পাতা। এরপর চিকিৎসকের কাছে গিয়ে এক্স-রে করলে জানা যায় যে একটু চাপ পড়ে ফুলে গেছে। চিকিৎসকের নির্দেশ ছিল, টানা বিশ্রাম নেওয়ারও পরামর্শ দেন চিকিৎসক। কিন্তু সেই পরামর্শে কান না দিয়ে শুটিং চলে এসেছি। কারন আমাদের দায়িত্ব থেকে সরে আসতে একটু কষ্ট হয়। তাছাড়া দীর্ঘদিন কাজ ফেলে রাখতে চাই না। তাই পায়ের যন্ত্রণা নিয়েই ‘কুস্তিগীর’-এর শুটিং করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com