দিনাজপুর: উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কয়েকদিন থেকেই বয়ে চলেছে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ। টানা কয়েকদিন দিনাজপুরের তাপমাত্রা রয়েছে ১০ ডিগ্রির নিচে।
সূর্যের উপস্থিতিও অনিয়মিত। এতে বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা।
বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন ডেইলিনিউজকে বলেন, আজ সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে, ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায়।
তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহটি দেশের বেশিরভাগ স্থান হতে দূরীভূত হয়েছে। তবে দিনাজপুর, সৈয়দপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ, রাজশাহী জেলায় শৈত্যপ্রবাহ এখনও বিরাজ করছে। তবে শৈত্যপ্রবাহটির তীব্রতা কিছুটা কমে বতর্মানে এটি মৃদু আকারে বয়ে যাচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com