রাজধানীর নীলক্ষেতে বইয়ের বাজারে লেগেছে আগুন। আজ মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে আগুনের সূত্রপাত । প্রত্যক্ষদর্শীদের মতে আগুন লাগার মুল কারণ সেখানে অবস্থিত রেস্তরার অরক্ষিত রান্নাঘরের চুলোর আগুন । তাৎক্ষণিকভাবে আগুনে কেউ হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। তবে, যেহেতু দোকানগুলো সব কাগজের বই খাতায় ভরপুর। সেক্ষেত্রে বলা যায়, আগুনে বই গুলো পুরোপুরি না পুড়লেও, আগুন নেভানোর পানি থেকে বইগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এক দোকানী আক্ষেপ প্রকাশ করছেন।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত ফায়ার ফাইটার মো. আনিসুর রহমান গণমাধ্যমদের বলেন, বইয়ের বাজারে রাত ৭টা ৪৩ মিনিটে আগুন লাগে। এর পরপরই সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। এখনো আগুন নেভানোর কাজ চলছে।
মো. আনিসুর রহমান জানান, ফায়ার সার্ভিসের পলাশী, লালবাগ ও সিদ্দিকবাজার কার্যালয় থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো গেছে।