করোনা অতিমারি রোধে দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সরকারের নেওয়া '১ দিনে ১ কোটি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম' আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শনিবার দুপুরে যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ডেইলিনিউজকে এ তথ্য জানান।
এদিন সকাল থেকে ১ দিনে ১ কোটি ডোজ টিকা দেওয়া লক্ষ্য নিয়ে কার্যক্রম শুরু করে স্বাস্থ্য বিভাগ। সকালেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
সে সময় প্রথম ডোজের গণটিকা কার্যক্রমের মেয়াদ বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হলো টিকা দেওয়া। আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করেছি। কিছু না নিয়ে এলেও টিকা দেওয়া হবে। ইপিআই কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমরা সন্ধ্যা পর্যন্ত কার্যক্রম দেখি, তার পর যদি প্রয়োজন হয় আমরা সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করবো।
গত ১৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, ২৬ ফেব্রুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নেওয়ার শেষ দিন। এরপর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com