আসন্ন রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল ৮ মার্চ (মঙ্গলবার) এবারের ১৪৪৩ হিজরির রমজানের সাহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
এবারের রমজান চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ এপ্রিল রোববার শুরু এবং শেষ হবে ২ মে।
এবারের প্রথম রোজার সাহরির সময় শেষ হবে ভোর ৪টা ২৭ মিনিটে। আর ইফতারের সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট।
মঙ্গলবার সময়সূচি প্রকাশ করে ইসলামিক ফাউন্ডেশনের পঞ্জিকায় বলা হয়, দেশের অন্যান্য বিভাগ ও জেলার সাহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com