ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা যদি ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচরবৃত্তির তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেন তাহলে মোসাদের ঘাঁটিতে আবার হামলা চালানো হবে।
গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মাসিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
জেনারেল রামেজান শরীফ বলেন, “যেসব ঘাঁটি থেকে ইরানের নিরাপত্তা ব্যবস্থার ওপর হামলা চালানো হয় সেসব ঘাঁটি ধ্বংস করা আমাদের স্বাভাবিক অধিকার এবং এটি ইরানের জন্য রেড লাইন।” তিনি জানান, সাম্প্রতিক হামলার আগে ইরাকে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদি বেশ কয়েকবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের নেতাদেরকে মোসাদের ঘাঁটি থাকার ব্যাপারে সতর্ক করেছেন।
জেনারেল রামেজান শরীফ বলেন, "যদি ইরাকি কর্মকর্তারা ইহুদিবাদীদের ঘাঁটি সরিয়ে নেয়ার ব্যাপারে ভূমিকা রাখেন এবং আমাদের নিরাপত্তা যদি হুমকির মুখে পড়ে তাহলে আমরা সেগুলোর উপর হামলা চালাতে মোটেই দ্বিধা করবো না।"
শনিবার দিবাগত রাতে আইআরজিসি এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সাহায্য ইরাকের কুর্দিস্তানের মোসাদ ঘাঁটিতে হামলা চালায়। এতে মোসাদের বেশ কয়েকজন কর্মকর্তা হতাহত হয়েছে। আইআরজিসি এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com