ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার মোবাইল হ্যাক করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে একটি হ্যাকার গ্রুপ।
'ওপেন হ্যান্ডস' নামের ঐ গ্রুপ মোসাদ প্রধানের মোবাইল থেকে হাতিয়ে নেয়া নানা তথ্য ও ভিডিও প্রমাণ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। সেখানে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও রয়েছে।
এছাড়া ট্যাক্সের সনদ ও বিমানের টিকিট রিজার্ভের তথ্যও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। এর মাধ্যমে হ্যাকার গ্রুপটি তাদের দাবির প্রমাণ দিয়েছে। ধারণা করা হচ্ছে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য চলে গেছে হ্যাকারদের কাছে।
এদিকে, মোসাদ প্রধানের মোবাইল হ্যাক হওয়ার কথা স্বীকার করেছেন এই সংস্থার সাবেক প্রধান ডেনি ইয়াটম। তার ধারণা এতে গুরুত্বপূর্ণ তথ্য খোয়া যায়নি। যদিও হ্যাকার গ্রুপ বলছে, তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্যই পেয়েছেন এই মোবাইলে।
এর আগেও দখলদার ইসরাইলে সাইবার হামলার ঘটনা ঘটেছে। কয়েক মাসে আগেই দখলদার ইসরাইলের বিভিন্ন সংস্থা ও কোম্পানিতে সাইবার হামলা চালায় 'মোসেস স্টাফ' বা 'মুসার লাঠি' নামের একটি হ্যাকার গ্রুপ।
তখন তারা জানিয়েছিল, অন্তত ১৬৫টি সার্ভার ও ২৫৪টি ওয়েব সাইট হ্যাক করে ১১ টেরাবাইট তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ইসরাইলের পোস্টাল ব্যবস্থা ও যুদ্ধ মন্ত্রণালয়ের নানা তথ্য রয়েছে। এছাড়া যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফাইলও তাদের হাতে পড়েছে।
কয়েক মাস আগেও ইসরায়েলের বিভিন্ন সংস্থা ও কোম্পানিতে সাইবার হামলা চালায় ‘মোসেস স্টাফ’ বা ‘মুসার লাঠি’ নামের একটি হ্যাকার গ্রুপ।
গ্রুপটি জানিয়েছিল, অন্তত ১৬৫টি সার্ভার ও ২৫৪টি ওয়েব সাইট হ্যাক করে ১১ টেরাবাইট তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ইসরায়েলের পোস্টাল ব্যবস্থা ও যুদ্ধ মন্ত্রণালয়ের নানা তথ্য রয়েছে। এছাড়া যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফাইলও তাদের হাতে পড়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com