নিজেকে চনমনে রাখবেন যেভাবে
আপনার কি এমন হয়, অফিসে এসে কাজে বসতেই একরাশ ক্লান্তি ঘিরে ধরে আপনাকে ? কাজেও ঠিক মতো উৎসাহ পাচ্ছেন না ? খানিকক্ষণ কাজ করতেই বিশ্রাম নিতে ইচ্ছে করছে ?
বিশ্রামহীন জীবনযাপন, কাজের অত্যধিক চাপ, অনিয়মিত খাওয়াদাওয়া এই সমস্যার মূল কারণ। আসুন আজ জেনে নিই জীবন যাপনে বদল এনে কিভাবে সুস্থ থাকা যায়-
পর্যাপ্ত পরিমাণে ঘুমানঃ
আপনি যত ব্যস্তই থাকেন প্রয়োজনীয় ঘুম দরকার। পর্যাপ্ত ঘুমের অভাবে শরীর দুর্বল হয়ে পড়ে। সারাক্ষণ ঘুম ঘুম ভাব ঘিরে থাকে। কাজেও ঠিক মতো গতি আসে না। এক জন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম প্রয়োজন। তাই পর্যাপ্ত পরিমাণে ঘুমান।
মানসিক অবসাদ এড়িয়ে যাবেন না
কর্মক্ষেত্র বা ব্যক্তিগত জীবন নিয়ে অনেকেই মানসিক অবসাদে ভোগেন। আবার সেগুলি এড়িয়েও যান। শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি সুস্থ থাকতে যত্ন নিন মনেরও।
কথা বলুন প্রাণ খুলে
অনেকেই আছেন, যারা বরাবরই অন্তর্মুখী। সব কথা নিজের মনের মধ্যেই রেখে দেন। ফলে এই অন্তর্মুখী চাপ শরীর ও মন উভয়কেই দুর্বল করে তোলে। ফলে ক্লান্ত লাগে। তাই মনকে ফুরফুরে রাখতে প্রাণ খুলে কথা বলুন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com