ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’খ্যাত নির্মাতা মালেক আফসারী নামে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। কু-ইঙ্গিতপূর্ণভাবে কথা বলার অভিযোগ এনে এই নির্মাতার নামে ৭ মার্চ রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় অভিযোগ করেন তিনি।
এই ঘটনায় প্রকাশ্যে ক্ষমা না চাইলে ১০ কোটি টাকার মামলার হুঁশিয়ারি দিলেন অরুণা বিশ্বাস।
সংবাদমাধ্যমকে অরুণা বিশ্বাস বলেন, ‘বিষয়টি আমার জন্য চরম অপমানের। তিনি আমাকে নিয়ে এইসব বলতে পারেন না। কোনোদিনই দ্বিতীয় শ্রেণির নায়িকা ছিলাম না। তিনি প্রকাশ্য ক্ষমা না চাইলে ১০ কোটি টাকার মানহানি মামলা করবো। সবাইকে নিয়ে এমন বানোয়াট কথা বলা বন্ধ করতে হবে তাকে। কেউ কিছু না বলায় সাহস পেয়েছেন তিনি। এর শেষ দেখতে চাই। ’ এছাড়াও শিল্পী কলাকুশলীর অনেকেই তাঁর হঠাৎ পাগ্লামি নিয়ে উদ্বিগ্ন । অনেকে বলছেন তাঁর মানসিক সুস্থতার ঘাটতি হয়েছে বিষণ্ণতায় ভুগতে ভুগতে । অতিসত্বর তাঁর চিকিৎসা প্রয়োজন ।
মালেক আফসারীর নামে অরুণার জিডির প্রসঙ্গটি কয়েকদিন ধরেই চলচ্চিত্র পাড়ায় আলোচনায় রয়েছে। তবে বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি ‘এই ঘর এই সংসার’ সিনেমার নির্মাতা।
এর আগে অরুণা বিশ্বাস জিডিতে উল্লেখ করেন, ‘এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী। যা তিনি তার এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী কু-ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন যা অরুণার ব্যক্তিগত ইমেজ এবং পারিবারিক সম্মান নষ্ট করেছে। ’
সেখানে আরও উল্লেখ করা হয়েছে, ‘এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী। এখন আর সেটি দেখা যাচ্ছে না। তাই অরুণা বিশ্বাস মনে করছেন, এই ভিডিও করার পেছনে মালেক আফসারীর কোনও দূরভিসন্ধিমূলক চিন্তা রয়েছে। ’
প্রসঙ্গত, মালেক আফসারী পরিচালিত ‘ক্ষমা’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন অরুণা বিশ্বাস। এতে তার নায়ক ছিলেন মান্না। এছাড়াও মালেক আফসারী ‘এই ঘর এই সংসার’, ‘হীরা চুনি পান্না’, ‘লাল বাদশা’, ‘মরণ কামড়’, ‘উল্টা পাল্টা’, ‘মনের জ্বালা’, ‘ফুল এন্ড ফাইনাল’র মতো বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। সর্বশেষ তার নির্মিত ‘পাসওয়ার্ড’ সিনেমাটি মুক্তি পেয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com