আসছে ঈদে চমক নিয়ে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। ঈদ উপলক্ষে নির্মিত চরকির অরিজিনাল সিনেমা ‘ফ্লোর নম্বর ৭’ এ নতুন অবতারে হাজির হতে যাচ্ছেন তিনি।
পুরো সিনেমার গল্প এগোবে এফিডিসির ৭ নাম্বার ফ্লোরকে ঘিরে। এখানে তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন শবনম বুবলী, রাজ মানিয়া, শাহরিয়ার নাজিম জয় প্রমুখকে। এর আগে চরকিতে মুক্তি পাওয়া ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও ‘টান’ দর্শকমহলে বেশ সাড়া ফেলে। সিনেমা দুটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা তমা মির্জা ও শবনম বুবলীকে একই গল্পে হাজির করতে চেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
তমা মির্জা বলেন, আমার ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ও বুবলীর ‘টান’ দর্শকদের অনেক প্রশংসা কুড়িয়েছে। সেখানে আমাকে ‘পাখি’ ও বুবলীকে ‘অবনী’ চরিত্রে দেখা গিয়েছিলো। মজার বিষয় হলো, ‘ফ্লোর নম্বর ৭’-এও আমাদের দুজনের চরিত্রের নাম থাকছে ‘পাখি’ ও ‘অবনী’। আগের দুটি সিনেমাতে যা দেখেছে দর্শক, এখানে দেখবে আরও এক ধাপ এগিয়ে! আপাতত এরচেয়ে বেশি কিছু বলা যাবে না।
তিনি আরও বলেন, ছবিতে আইটেম গান থাকছে। গতকাল সারারাত আইটেম গানের শুট করেছি। শুট করতে গিয়ে গতকাল খুব বাজেভাবে আমার পা মচকে গিয়েছে। পা একদম ফুলে গিয়েছে, হাঁটতে পারছি না এখন। পা ভাঙল নাকি কিছুই বুঝতেছি না এখনও। কিছুক্ষণ পর ডাক্তারের কাছে যাবো, এরপর টেস্ট করালে হয়তো বলতে পারবো।
জানা গেছে, আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এখানে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার প্রমুখ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার বেআইনি ।
2023 DailyNews24BD.com