সরকারকে উৎখাতে আবারও বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ আনলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার (৩১ মার্চ) একটি ভাষণে ইমরান খান দাবি করেন, বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করছে বিরোধী দল। জানান, কোনোভাবেই ক্ষমতা ছাড়বেন না তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন। খবর এনডিটিভির।
এরআগে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে ঘিরে দেশটির রাজনীতিতে তুমুল নাটকীয়তার সৃষ্টি হয়। পার্লামেন্টে অধিবেশন শুরুর পরপরই তা স্থগিত করা হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় ৪টায় পার্লামেন্টে শুরু হওয়ার কথা ছিল অনাস্থা ইস্যুতে বিতর্ক। তবে তা শুরু হয় এক ঘণ্টারও বেশি সময় পর।
অধিবেশন শুরুর এক মিনিট পরই, স্পিকার অধিবেশন মুলতুবির ঘোষণা দেন। জানান, রোববার পর্যন্ত স্থগিত থাকবে পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা বিতর্ক। এ নিয়ে চলে তোলপাড়, ওঠে নানা প্রশ্ন।
এদিকে, ইমরান খানের দল পিটিআই নেতৃত্বাধীন জোট সরকার থেকে সমর্থন তুলে নেয়ার ঘোষণা দিয়েছে আরও কয়েকটি দল। ফলে ইমরান খান সরকারের পক্ষে রয়েছে ১৪২ এমপি আর বিরোধী জোটে ১৯৯। অথচ ম্যাজিক ফিগার ১৭২ আসন হলেই ঘটবে সরকার পতন।